ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ জামিনে মুক্তি পাচ্ছেন। শর্ত সাপেক্ষ তার জামিন আবেদন গ্রহণ করেছেন পাকিস্তানের একটি আদালত।
২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর মামলায় গ্রেফতার রয়েছেন তিনি।
জামিন শর্ত মোতাবেক মোশাররফকে আদালতে দুই হাজার মার্কিন ডলার জমা দিতে হবে।
আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের সংবাদদাতা জানিয়েছেন, তাকে সব মামলা থেকে জামিন দেওয়া হচ্ছে। জামিন পাওয়ায় তিনি এখন গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাবেন।
তবে মুক্তি পেলেও দেশ ছাড়তে পারবেন সাবেক এ জেনারেল। দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আদালতের বাইরে তার আইনজীবী জানান, মোশাররফের পাকিস্তান ছাড়ার কোনো ইচ্ছা নেই।
লাল মসজিদে সেনা অভিযানে এক ইমামসহ শতাধিক লোক নিহত হয়। অভিযানের দিন থেকে পাকিস্তানে ভয়াবহ আকারে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ে।
এ বছরের শুরুতে সাধারণ নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরেন তিনি। মোশাররফের দাবি তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।
লাল মসজিদের ইমাম হারুন রশিদের ছেলে হত্যা মামলা দায়ের করার পাঁচ সপ্তাহ পর ১০ অক্টোবর মোশারররফকে গ্রেফতার করা হয়। এর আগের দিন ১৯৯৯-২০০৮ সালে ক্ষমতায় থাকাকালে তার বিরুদ্ধে তিনটি মামলায় জামিন দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এসএফআই/জিসিপি