ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিনধের দায়িত্বহীন কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
সিনধের দায়িত্বহীন কাণ্ড!

ঢাকা: নরেন্দ্র মোদির সমাবেশে বোমা হামলার দিন সন্ধ্যায় একটি ফিল্মের গানের প্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর কড়া সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার মোদির সমাবেশস্থলে বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়।



রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে হিন্দি ফিল্ম রাজ্জো’র নির্মাতা ও তারকাদের এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিনধে। রাজ্জো’র পরিচালক বিশ্বাস পাতিলের বাড়ি সিনধের গ্রামে।

মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে ৪৫ মিনিটব্যাপী ওই অনুষ্ঠানে রাজ্জোর গানের উন্মোচন ও তারকা কঙ্গনা রানৌতের সঙ্গে ফটো শুটেও অংশ নেন সিনধে।

অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাস্থলে না গেলেও ঘটনার সব খোঁজ-খবর নিয়েছেন বলে জানান তিনি। দ্রুত তদন্ত দলও পাঠিয়ে দেওয়ার কথা জানান সাংবাদিকদের।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টায় বোমা বিস্ফোরণ ঘটে। আমি পরিস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য পাচ্ছি। আমি বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি। বিকেলে বিমানে করে আমি এনআইএ (জাতীয় তদন্ত সংস্থা) দল ও বোমা অনুসন্ধানকারী স্কোয়াড পাঠিয়ে দিয়েছি। ’

কিন্তু তার ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি। মধ্য প্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেছেন, পাটনায় যখন বিস্ফোরণ হচ্ছে তখন মুখ্যমন্ত্রী গানের উন্মোচন করছেন। এখন তো তাদের গান শোনার সময়। ’

আরেক বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, ৬ লাখ মানুষের সমাবেশে সিরিজ বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে (সিনধে) গান উন্মোচনে ব্যস্ত। এটা কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সুশাসনের ওপর নজর না দিয়ে, তারা তাদের পোশাক থেকে গানে মনোযোগ দিচ্ছেন।

মোদির সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য শুধু বিহারের নিতিশ কুমারের সরকারকে নয়, কেন্দ্রীয় সরকারকেও দোষারোপ করেছে বিজেপি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।