ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নজরদারির ব্যাখ্যা চায় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
মার্কিন নজরদারির ব্যাখ্যা চায় স্পেন

ঢাকা: নিজের নাগরিকদের ফোনে আড়িপাতার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্পেন। স্পেনিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এক মাসে ৬ কোটি লাখ ফোন কলে আড়ি পেতেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।



স্পেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দৃঢ়তার সঙ্গে বলছেন, তার দেশের বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে সে ‘সন্দেহ’ পরিষ্কার করবেন তিনি।

এরইমধ্যে তাকে তলব করেছেন ইউরোপীয় ইউনিয়ন মন্ত্রী। ইইউ মন্ত্রী বলেছেন, যদি এটি হয়ে থাকলে তাহলে সেটি ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’।

নিজের উদ্বেগের কথা জানাতে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে ইইউ’র একটি প্রতিনিধি দল।

ইউরোপীয় নেতা ও নাগরিকদের ওপর নজরদারি চালানোর অভিযোগের বিষয়টি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সিভিল লিবারেটিস, জাস্টিস ও হোম অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির কর্মকর্তা মার্কিন কংগ্রেস সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
এরইমধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গোয়েন্দা কর্মকর্তাদের ওয়াশিংটনে পাঠিয়েছেন। অভিযোগ রয়েছে, এক দশক ধরে মেরকেলে ফোনে আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দারা।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠা সবশেষ অভিযোগ হচ্ছে, ২০১২ সালের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি মাসে স্পেনের লাখো লাখো নাগরিকের ফোন কলে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ।

স্পেনিস পত্রিকা এল মুন্ডোর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ক্রিসমাস দিবসে সর্বোচ্চ ‍আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দারা।

তবে কিভাবে নজরদারি করা হয়েছে, ফাইবার-অপটিক ক্যাবল ব্যবহার করে নজরদারি করেছে না টেলিযোগাযোগ কোম্পানি বা অন্য কোনো মাধ্যম ডাটা (মেটাডাটাসহ) পেয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এনএসএ কলার ও রিসিভারের নাম্বার, স্থানের তথ্য সংগ্রহ করেছে, আধেয় সংগ্রহ করেনি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।