ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঝড়ে অর্ধ কোটি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
যুক্তরাজ্যে ঝড়ে অর্ধ কোটি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঢাকা: যুক্তরাজ্যে ঝড়ে তিনজন নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫৮ লাখ পরিবার।

সোমবার ভোরে ঝড় সেন্ট জুডের আঘাতের পর ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন ও বিমান চলাচল স্থগিত রয়েছে।

ঝড়ে গাছ পড়ে ওয়ার্টফোর্ডে এক টিনএজার ও কেন্টে একজন নিহত হয়েছে। পশ্চিম লন্ডনে বাড়ি ধসে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, গাছ পড়ে গ্যাস বিস্ফোরণে বাড়িটি ধসে পড়ে।

নেটওয়ার্ক রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণার চেয়ে ব্যাপকভাবে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০টিরও বেশি গাছ রেললাইনে পড়েছে। অনেকে ট্রেনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ইসলে অব উইয়েটে ঘণ্টায় ১৫৯ কিলোমিটার ঝড়টি আঘাত হেনেছে বলে রেকর্ড করা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।