হাভানা: অবশেষে জনসমক্ষে ফিরলেন ফিদেল কাস্ত্রো। গত সপ্তাহে কিউবার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্রে তাঁর এ উপস্থিতির মোবাইলে তোলা ছবি একটি সরকারপন্থী ব্লগে দেওয়া হয়।
ছবিতে দেখা যায়, ৮৩ বছর বয়সী কাস্ত্রো নীল ও সাদা ট্র্যাক স্যুট পরে আছেন আর তাঁকে চারদিক দিয়ে ঘিরে আছেন ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ এর কর্মীরা। উল্লেখ্য, কাস্ত্রো এখনো কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান।
নাম প্রকাশ না করে এক ব্লগার লিখেন, “আজ আমাদের সেন্টারে ফিদেলের আকস্মিক আবির্ভাব দেখার সৌভাগ্য হয়েছিল...রুগ্ন হলেও তাঁকে ভালো দেখাচ্ছিল। আমাদের কর্মকর্তা বলেন যে তিনি মানসিকভাবে খুবই ভালো আছেন। ”
প্রায় পাঁচ দশক ধরে প্রেসিডেন্ট থাকার পর ফিদেল কাস্ত্রো স্বাস্থ্যের অবনতির কারণে ২০০৬ সালে অবসর নেন। এখনো তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিয়মিত কলাম লিখে থাকেন। তাঁর ভাই ৭৮ বছর বয়সী রাওল কাস্ত্রো ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৭ ঘন্টা, ১১ জুলাই, ২০১০