ঢাকা: ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড়ের তাণ্ডবে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত ব্যক্তি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর থেকেই উত্তর পশ্চিম ইউরোপে আঘাত হানতে থাকে ‘সেন্ট জুড’ নামক ঝড়টি। তবে এখনও উত্তর সাগরে ঘণ্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার ঝড়ো বাতাস রেকর্ড করেছে জার্মানির আবহাওয়া পরিদপ্তর।
জানা গেছে, ঝড়ে আঘাতে জার্মানিতে ৬ জন, যুক্তরাজ্যে ৫ জন এবং নেদারল্যান্ড ও ডেনমার্কে একজন করে মারা গেছে।
এসব অঞ্চলের বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড ও ডেনমার্কের কয়েকশ’ বিমান ফ্লাইট বাতিল করতে হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ের কারণে লন্ডন ও এর আশপাশের অনেক এলাকার অধিকাংশ ট্রেন শিডিউলই বাতিল করতে হয়েছে।
উত্তর-পশ্চিম জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও নেদারল্যান্ডেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
জানা গেছে, ঝড়ের আঘাতে যুক্তরাজ্যের প্রায় ৬ লাখ বাড়িঘরের বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ নেই উত্তর ফ্রান্সের প্রায় ৪২ হাজার বাড়িতেও। এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে গেছে বলেও জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
যুক্তরাজ্য ও জার্মানিসহ ঝড় উপদ্রুত অঞ্চলের জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে ঝড়ের তাণ্ডব পুরোপুরি বন্ধ হওয়ার আগে নির্বিঘ্নে এ কার্যক্রম চালানো যাচ্ছে না।
এছাড়া, ঝড়ের কারণে যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।
তবে, প্রশাসনকে সবরকমের উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন স্ব স্ব দেশের সরকার প্রধানরা।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এইচএ/বিএসকে