ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় সাড়ে পাঁচ কোটি ডলার ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
লিবিয়ায় সাড়ে পাঁচ কোটি ডলার ছিনতাই

ঢাকা: লিবিয়ায় পাঁচ কোটি ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি পরিমাণ অর্থ (প্রায় ৪১৭ কোটি ৫৩ লাখ টাকা) লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য বিদেশি ও স্থানীয় মুদ্রা বাহক একটি ভ্যান গাড়ি রাস্তায় থামিয়ে দুর্ধর্ষ এই ছিনতাই চালায় ১০ বন্দুকধারী।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৫০০ কিলোমিটার দূরে শার্ত বিমানবন্দর থেকে শহরে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের শাখায় নেওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ অর্থ।

এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে শার্ত পরিষদের প্রধান আবদেল-ফাত্তাহ মোহাম্মদ বলেছেন, এই ডাকাতির ঘটনা পুরো লিবিয়ার জন্যই বিপর্যয়।

ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী। তবে, তাদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এতো বিপুল অংকের অর্থ পরিবহনের সময় মাত্র ১ জন নিরাপত্তারক্ষী ছিল ভ্যানটিতে। ১০ জন বন্দুকধারী হামলা চালালে তাদের প্রতিরোধ করা একজন নিরাপত্তারক্ষীর পক্ষে স্বাভাবিকভাবেই অসম্ভব ছিল।

জানা গেছে, লুট হওয়া এসব মুদ্রার মধ্যে লিবিয়ান দিনার ছিল ৫ কোটি ৩০ লাখ এবং মার্কিন ডলার ও ইউরো মিলিয়ে ছিল ১ কোটি ২০ লাখ ডলার।

এর আগে, গত জুলাইতে এই শার্ত শহরেই দু’টি ব্যাংকে আক্রমণ করে প্রায় ৫ লাখ লিবিয়ান দিনার ছিনতাই করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।