ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুরসি সমর্থক হওয়ায় স্বর্ণজয়ী অ্যাথলেট নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ২৯, ২০১৩
মুরসি সমর্থক হওয়ায় স্বর্ণজয়ী অ্যাথলেট নিষিদ্ধ

ঢাকা: মিশরে কুং ফু চ্যাম্পিয়ন অ্যাথলেটকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার অপরাধ তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিপন্থিদের আন্দোলনের সমর্থনসূচক একটি টি-শার্ট গ্রহণ করেছেন।

তার স্বর্ণপদকটিও বাজেয়াপ্ত করেছে সরকার।

এখন থেকে দেশের অভ্যন্তরে কোনো খেলায় তিনি অংশ নিতে পারবেন না। দেশের প্রতিনিধিত্ব করতে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দেখা যাবে না তাকে।

স্বর্ণপদক জয়ী মোহাম্মদ ইউসুফের পরিবারের বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
একটি ছবিতে দেখা গেছে, রাশিয়ায় এক টুর্নামেন্ট চলাকালে মুরসি সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের প্রতীক সম্বলিত একটি টি-শার্ট নিচ্ছেন তিনি।

জুলাই মাসে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনাসমর্থিত অন্তর্বর্তী বেসামরিক মুরসি সমর্থকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতারাসহ অসংখ্য কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে।

ইউসুফের ভাই হাম্মাম জানান, প্রতিযোগিতা থেকে খুব তাড়াতাড়ি তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জয় করা স্বর্ণপদকটিও জব্দ করেছে সরকার।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের ছবিতে দেখা যায়, উন্মুক্ত করতালুতে বৃদ্ধাঙ্গুল ও উঁচানো চার আঙ্গুল সম্বলিত একটি টি-শার্ট গ্রহণ করছেন। প্রতীকটি মুরসিপন্থিদের শিবিরদের হটিয়ে দেওয়াকে তুলে ধরে।

মিশরের কুং ফু অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা গামাল এল-জাজ্জার বলেছেন, আচরণের কারণে রাশিয়া থেকে কুং ফু খেলোয়াড় মোহাম্মদ ইউসেফকে নিয়ে আসা হবে। আসন্ন কুং ফু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মিশরের হয়ে সে প্রতিনিধিত্ব করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।