ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘মিস্টার কুত্‍‍সিত’ খেতাব জিতে খুশি উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
‘মিস্টার কুত্‍‍সিত’ খেতাব জিতে খুশি উইলিয়াম

ঢাকা: বিশ্বের সবচেয়ে ‘কুৎসিত’ খেতাব পেয়ে বেজায় আনন্দ প্রকাশ করলেন জিম্বাবুয়ের উইলিয়াম মাসভিনু। গতবছরও এই শিরোপা জিতেছিলেন ‘মিস্টার আগলিয়েস্ট’।



পরপর দু’বার বিশ্বের সবচেয়ে কুৎসিত মানুষ খ্যাতি পেয়ে পুরস্কার লাভের পর আনন্দ প্রকাশ করে উইলিয়াম বলেন, আমি দেখতে কুৎসিত হলেও ভেতরে তেমন নই। এ কারণেই বিশ্বের সবচেয়ে কুৎসিত মানুষ হওয়া সত্ত্বেও লোকজন আমাকে ভালবাসে।

যুক্তি ব্যাখ্যা করে তিনি বলেন, সুদর্শন হলে ভাল পোশাক পরতে হয়, ভালোভাবে দাঁড়ি-গোঁফ ছাটতে হয় এবং প্রসাধনী মাখতে হয়। কিন্তু কুৎসিত হওয়ার কারণে এসবের দরকার হয় না। কারণ, কেউ আমার এসবের দিকে তাকাবে না।

এছাড়া, স্ত্রী অ্যালিস চাভাঙ্গার ভালোবাসার কমতি নেই বলে আর কোনো বাহ্যিক সৌন্দর্যের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মিস্টার কুৎসিত।

এই পুরস্কার লাভের মাধ্যমে ট্রফি, নগদ অর্থ জেতার পাশাপাশি সারাবছর সন্তানদের পড়াশোনার খরচের অর্থও পেয়ে যাবেন ৩৮ বছর বয়সী উইলিয়াম।

উল্লেখ্য, প্রথম দিকে ব্যাপক সমালোচিত হলেও ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে জিম্বাবুয়ের এই অদ্ভুত প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।