ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে মামলার প্রধান বিচারকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, অক্টোবর ২৯, ২০১৩
ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে মামলার প্রধান বিচারকের পদত্যাগ

ঢাকা: মুসলিম ব্রাদারহুড নেতাদের বিরুদ্ধে সংঘাতে উস্কানি দেওয়া মামলার বিচারক প্যানেলের প্রধান পদত্যাগ করেছেন। কেন তিনি পদত্যাগ করলেন তার কোনো কারণ বলেন নি তিনি।



আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার বিচারের দ্বিতীয় দফার কিছুক্ষণ আগে  তিন সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান মোহাম্মেদ এল-কারমৌতি।

গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম না প্রকাশের শর্তে এ কথা জানান ওই কর্মকর্তা।

মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বদি ও এর অর্থদাতা খয়রাত এল-শাতেরসহ গুরুত্বপূর্ণ ছয় নেতার বিরুদ্ধে ৩০ জনু কায়রোয় মুসলিম ব্রাদারহুডের সদর দফতরের বাইরে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সংঘর্ষে ৯ জন নিহত হয়।

গত আগস্টে এ মামলা শুরু হয়। নিরাপত্তার কারণে অভিযুক্তদের আদালতে হাজির ‍করা হয়নি।

জুলাই মাসে সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে বন্দী করেন। এরপর থেকে অন্তর্বর্তী সরকার মুরসির দলের নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন চালিয়ে আসছে। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ায় মিশরে কয়েক শত লোক নিহত হয়েছে।

মুরসিসহ তার দলের দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার আছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।