ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়েন্দা নজরদারি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
গোয়েন্দা নজরদারি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হওয়ায়  এ ‍কার্যক্রম পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির সভাপতি ডিয়ানে ফেইনস্টেইন বলেছেন, বন্ধু রাষ্ট্রের নেতাদের ফোনে আড়ি পাতা ভুল ছিল।



তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টে বারাক ওবামার কার্যালয় হোয়াইট হাউজ তাকে এ ধরনের নজরদারি বন্ধ করতে বলেছেন। তবে ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এতো বড় পরিবর্তনের কোনো নীতি নেই।

মঙ্গলবার দিন শেষে এ ব্যাপারে প্রতিনিধি পরিষদকে অবগত করবেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোয়েন্দা নজরদারি কার্যক্রমের ব্যাপকতা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার অবগত না থাকায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে হোয়াইট হাউজকে।

জার্মানির সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করেছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ফোন এক দশকেরও বেশি সময় নজরদারি করেছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগে সে নজরদারি বন্ধ হয়েছে।

এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি করার ওপর অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করা প্রয়োজন বলে মনে করছে প্রশাসন।

অভিযোগ উঠেছে জার্মানি ছাড়াও ফ্রান্স ও স্পেনের লাখো লাখো ফোন কল নজরদারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ফোন কলে আড়িপাতার অভিযোগ উঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের এমন আচরণে বেজায় চটেছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।