ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদের মাহবুব নগরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ যাত্রী নিহত হয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাঙ্গালুরু থেকে ছেড়ে আসা হায়দ্রাবাদ অভিমুখী যাত্রীবাহী বাসটিতে ৪৯ জন যাত্রী ছিল।
সংবাদ মাধ্যম জানায়, দ্রুতগতির বাসটি অপর একটি যানকে ওভারটেক করার সময় রাস্তার স্পিড ব্রেকারের সঙ্গে ঘর্ষণ লাগলে এর তেলের ট্যাঙ্ক ফুটা হয়ে আগুন লেগে যায়।
শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় ও এর জানালা-দরজা বন্ধ থাকায় আটকে পড়ার কারণে এ নিহতের ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
পুলিশ জানায়, বাসটির ৪৯ জন যাত্রীর মধ্যে মাত্র চার থেকে পাঁচজন যাত্রী কাঁচ ভেঙে নামতে সক্ষম হন।
বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩/ আপডেট: ০৯১২ ঘণ্টা
এসই/বিএসডি/জেডএস/বিএসকে