ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিস্তিনের ২৬ কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, অক্টোবর ৩০, ২০১৩
ফিলিস্তিনের ২৬ কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল

ঢাকা: শান্তি আলোচনা পুনরায় আরম্ভ করার চুক্তির অংশ হিসেবে ২৬ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল। বুধবার সকালে দ্বিতীয়বারের চতুর্থ দফায় ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেওয়া হলো।

এদের মধ্যে পাঁচ কারাবন্দীকে গাজায় মুক্তি দেওয়া হয়েছে আর ২১ কারাবন্দীকে ওয়েস্ট ব্যাংক পাঠানো হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা সবাই হত্যার অপরাধে ১৯ থেকে ২৮ বছর কারাগারে আটক ছিলেন।

কারাবন্দীদের মুক্তি উপলক্ষে ওয়েস্ট ব্যাংক ও গাজায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মুক্তিপ্রাপ্তদের বীরের সম্মান দিয়েছেন তাদের পরিবার ও ফিলিস্তিনি নেতারা। বলা হচ্ছে তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। কিন্তু কারাবন্দীদের মুক্তির সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছে না ইসরায়েলের জনগণ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে পরবর্তী দফায় কারাবন্দীদের মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, সব কারাবন্দীর মুক্তির আগে কোনো ধরনের চূড়ান্ত চুক্তি হবে না।

তিন বছর বিরতির পর আগস্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা জেরুজালেমে সরাসরি আলোচনা শুরু করেছেন। এর অংশ হিসেবে ১৪ আগস্ট প্রথম দফায় কারাবন্দীদের গাজা ও ওয়েস্ট ব্যাংকে মুক্তি দেওয়া হয়।
ওয়েস্ট ব্যাংক, গাজা ও পূর্ব জেরুজালেমে ১৯৬৭ সালের যুদ্ধ পরবর্তী অবস্থা থেকে ইসরায়েল কারাগারে

সহস্রাধিক ফিলিস্তিনি আটক ছিলেন। পাথর নিক্ষেপ থেকে শুরু করে বোমা হামলা ও গুলিবর্ষণের জন্য তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।