ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মনিপুর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণে নিহত ২

আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
মনিপুর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণে নিহত ২

ঢাকা: বিহারের পাটনার পর এবার মনিপুর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ঘটল। আর এতে ২ জন নিহত হয়েছে।

আহত হয়েছে ৭ জন। বুধবার সকালে এই ঘটনাটি ঘটে।

তবে নাশকতার নিশানায় মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং ছিলেন কী না- সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

মঙ্গলবারও মনিপুরের একটি ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ৫ জন আহত হন। সেখান থেকেও মুখ্যমন্ত্রী বাসভবন বেশি দূর নয়।

ফলে গোয়েন্দাদের অনুমান মুখ্যমন্ত্রীকে ভয় দেখাতেই কিংবা সরাসরি তাঁকেই নিশানা বানাতে বারবার বিস্ফোরণ হচ্ছে।

কালকের ঘটনার পর স্পেশল আর্ম ফোর্স অ্যাক্ট আরও আঁটসাঁট করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয় মুখ্যমন্ত্রী, রাজ্যপালের বাসভবনসহ রাজ্য বিধানসভাতেও। তা স্বত্বেও ২৪ ঘণ্টার মধ্যে কীভাবে আরও একটি বিস্ফোরণ হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩,
এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।