ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মনিপুরে বিস্ফোরণে তিন জন নিহত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, অক্টোবর ৩০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো মনিপুরের রাজধানী ইম্ফল। বুধবার সকালে ইম্ফলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের।

এ ঘটনায় আহত হয়েছেন আটজন

বিস্ফোরণ ঘটেছে মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহের সরকারি আবাসের মাত্র এক কিলোমিটার দূরে।

বুধবার সকাল ৬ টা ২০ মিনিটে একটি বাসস্ট্যান্ডে ঘটে বিস্ফোরণটি। পুলিশ জানিয়েছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন এবং অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই বাসস্ট্যান্ডটি অবস্থিত। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান একজন। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।

অল্প সময় পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের বক্তব্য নির‍াপত্তা রক্ষীদের মারার জন্যই বসানো হয়েছিলো এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। রাতেই বোমাটি বসানো হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।

টাইমারের সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ। পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে মঙ্গলবার‍ আরেকটি বোমা হামলা ঘটেছিলো মণিপুরে। সেদিন বিস্ফোরণ ঘটে একটি বাজারে। এ ঘটনায় আহত হয়েছিলো পাঁচজন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
তন্ময়/আরআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।