ঢাকা: চলতি বছরের প্রথম ছয়মাসে জাপানের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার মুনাফা বেড়েছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।
বুধবার এ বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় হোন্ডার মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।
ইয়েনের দুর্বল অবস্থান ও বিশ্ব বাজারে হোন্ডার গাড়ির বিক্রি বেড়ে যাওয়াই মুনাফা বৃদ্ধির কারণ বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ।
হোন্ডা জানায়, ছয়মাসে হোন্ডার প্রধান বাজার উত্তর আমেরিকায় গাড়ি বিক্রি বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। এশিয়ায় এ বিক্রির পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ।
আগামী সপ্তাহে প্রতিযোগী প্রতিষ্ঠান টয়োটা ও নিসান তাদের মুনাফার রির্পোট প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রথম ছয়মাসে হোন্ডার মুনাফা বাড়লেও চলতি অর্থবছরের (মার্চ ২০১৪) জন্য পূর্বনির্ধারিত মুনাফা (৫৮০ বিলিয়ন ইয়েন) অপরিবর্তীত রেখেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
জেডএস/বিএসকে