ঢাকা: ভারতে ধর্ষণ কাণ্ডের সমাধান নিয়ে মহারাস্থের সহাকারী মুখ্য মন্ত্রীর অজিত পাওয়ার আবারও বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেন, ধর্ষণের রোধের একমাত্র উপায় হচ্ছে ধর্ষকের গোপন অঙ্গ কেটে দেওয়া।
তিনি বলেন, ধর্ষকের জন্য কোন করুণা নয়। সর্বোচ্চ শাস্তিই তার প্রাপ্য। বুধবার মুম্বাইয়ে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নারী কর্মীদের এক অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি এসব কথা বলেন।
অজিত পাওয়ারের উদ্ধতি দিয়ে ভারতের একটি সংবাদ মাধ্যম জানায়, ধর্ষণের মতো ঘৃণ্য কর্মের স্থায়ী সমাধানে আমাদের যাওয়া উচিত। আর ধর্ষকের পুরুষাঙ্গ কেটে ফেলাই এর একমাত্র স্থায়ী সমাধান।
অজিত পাওয়ার বলেন, যদি এই পদক্ষেপটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয় তাহলে ধীরে ধীরে অন্যরাও এই অপরাধ থেকে দূরে সরে আসবে।
এর আগে গত এপ্রিলে এক পাবলিক সেমিনারে কৃষকদের নিয়ে তার এক মন্তব্যে তুমুল সমালোচনা হয়েছিল। মুম্বাইয়ের খরা প্রবণ অঞ্চল সোলপুর থেকে আগত ওই কৃষকরা পানির দাবিতে ৫৫ দিন যাবত অনশন পালন করছিলেন।
তাদের উদ্দেশ্যে পাওয়ার বলেন, ড্যামে পানি না থাকলে আমরা ছাড়ব কিভাবে। আমরা কি প্রসাব করে পানি তৈরি করব। যদি কোথাও পানি না থাকে তাহলে তো প্রসাব করাও সম্ভব না।
তার আগেও বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্যে করে সমালোচিত হন অজিত পাওয়ার।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
কেএইচ/এমজেডআর