ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ব্রাদারহুড নেতা ইস্সাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
মিশরে ব্রাদারহুড নেতা ইস্সাম গ্রেফতার

ঢাকা:  মুসলিম ব্রাদারহুডের এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করেছে মিশর কর্তৃপক্ষ। পরোয়ানা জারির চার মাসের মধ্যে ইস্সাম আল-ইরিয়ানকে গ্রেফতার করা হলো।



গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইসলামি আন্দোলনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দমনপীড়নের সবশেষ ঘটনা হচ্ছে ইস্সামের গ্রেফতার।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহে মোহাম্মদ মুরসি ও অন্যান্য নেতাদের সঙ্গে ইরিয়ানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

মুসলিম ব্রাদারহুডের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালে নিউ কায়রো এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরিয়ানকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী অজ্ঞাত স্থানে গিয়ে যায়।

গ্রেফতারের সময় ইরিয়ান বলেছিলেন, তোমরা ভাগ্য থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমি আত্মবিশ্বাসী যে ক্যুর ইতি টেনে কারাগার থেকে বেরিয়ে আসব। ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ছবিতে গ্রেফতারের পর ইরিয়ানকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।