প্লাস্টিকের ঘর যাদের নিবাস তাদের বিয়ের প্রস্তাবের কথা বলা হচ্ছে না। খরচ কমাতে নন, খরচ করেই প্লাস্টিকের ঘরে প্রেমিক যুগলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
ফ্রান্সের মারসেইলি থেকে ১০ মাইল দূরে একটি হোটেলে ঘরে তোলা হয়েছে এসব প্লাস্টিকের ঘর। পর্যটকদের টানতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। শক্ত কিন্তু স্বচ্ছ প্ল্যাস্টিক দিয়ে বড় বড় বুদবুদের আকারে তৈরি করা হয় ঘরগুলো।
বনের ভেতরের প্লাস্টিকের বুদবুদ ঘরে রাত কাঁটাতে হলে দুজনকে দিতে হবে ১০০ পাউন্ড। অনেকে ভাবতে পারেন, ঘরে ভেতরে থাকা দুজনের গোপনীয়তার কি হবে? এরও ব্যবস্থা করে রেখেছে হোটেল কর্তৃপক্ষ। চাইলেই পাওয়া যাবে বুদবুদ ডেকে দেওয়ার কভার।
আট্ট্রাপ রিরিভেজ ফ্যামিলি নামের ওই হোটেলে সবচেয়ে বেশি পদাচারণ নতুন দম্পত্তি বা প্রেমিক যুগলদের। অনেকে বিয়ের প্রস্তাব দেওয়ার উত্তম স্থান হিসেবে বেছে নেন প্লাস্টিকের অনন্য এ ঘরকে। ছুটির দিনগুলোতে পরিবার নিয়েও ঘুরতে আসেন অনেকে।
২০১০ সালে চালুর পর বেশ সাড়া ফেলেছে ফরাসি ওই হোটেলটি। হোটেল পাঁচ ধরনের ঘর আছে-সুইট চিক, ১০০১ নাইটস, জেন, গ্ল্যামর ও ন্যাচার।
হোটেল কর্তৃপক্ষের বক্তব্য, আমাদের অতিথিদের জন্য এটি একটি বাস্তব অভিজ্ঞতা। তারা তাদের শিশুদের স্বপ্নের স্বাদ দিতে পারেন অথবা মনের মানুষের সঙ্গে রোমাঞ্চকর রাত কাটাতে পারেন। বিয়ে আয়োজনের প্রস্তাবও আমরা পেয়েছি।
সারা বছরজুড়ে এমনকি প্রতিকূল আবহাওয়ায়ও সব সময় খোলা থাকে হোটেলটি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
এসএফআই/জিসিপি