ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামাকে টপকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
ওবামাকে টপকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন

ঢাকা: সিরিয়া ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও টপকিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাশালী ব্যক্তির আসন দখল করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ‘ফোর্বস’র প্রকাশ করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের তালিকায় এই আসন দখল করলেন পুতিন।

তিন বছর পর পুতিনের কাছে এই ‘সিংহাসন’ হারাতে হলো ‍মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে।

গত ১২ বছর ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত আছেন পুতিন, গত এপ্রিলের নির্বাচনেও ফের প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন তিনি।

সংবাদ মাধ্যমগুলো বলছে, সিরিয়া ইস্যু ছাড়াও সম্প্রতি প্রায় ১৬ দিন ধরে যুক্তরাষ্ট্রের কিছু সেবাখাত বন্ধ (শাটডাউন) হওয়ার বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির আসন খুইয়েছেন বলে মনে করা হচ্ছে।

ফোর্বস ম্যাগাজিনের পক্ষ থেকেও বিশ্লেষকদের সঙ্গে সুর মিলিয়ে বলা হচ্ছে, রাশিয়াকে সফল নেতৃত্ব দিতে পারায় এই আসন দখল করতে পেরেছেন পুতিন। অন্যদিকে, দুই দফায় প্রেসিডেন্ট হলেও সম্প্রতি ঘটে যাওয়া শাটডাউন ও অন্য কিছু বিষয়ে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় ওবামার প্রভাব কমে গেছে বিশ্বে।

ফোর্বস বলছে, যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতা সত্ত্বেও গোয়েন্দা তথ্য ফাঁসকারী ও সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়ার মতো কঠিন ও কৌশলী সিদ্ধান্ত নিতে পেরেছেন পুতিন।

স্নোডেনকে আশ্রয় দেওয়ার এক মাস পরই সিরিয়া ইস্যুতে ওবামার বিরুদ্ধে ট্রাম্পকার্ড মারেন রাশিয়ান প্রেসিডেন্ট। সিরিয়ায় সামরিক অভিযানের সকল প্রস্তুতি সম্পন্ন করেও পুতিনের দাবার চালের কাছে হার মানতে হয় ওবামাকে।

ফোর্বসের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন আলোচিত ইস্যুগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে কেন পুতিন সেরা হলেন, আর কেন ওবামার প্রভাব কমেছে।

উল্লেখ্য, ওবামার পরই ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের তৃতীয় প্রভাবশালী ব্যক্তির স্থান দখল করে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চতুর্থ স্থানে আছেন খ্রিস্টান ধর্মের প্রধান যাজক পোপ ফ্রান্সিস। তারপরই পঞ্চম স্থানে আছেন সম্প্রতি তৃতীয় দফায় জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হওয়া আঙ্গেলা মেরকেল।

এছাড়া, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা প্রধান বিল গেটস ৬, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন ১১, ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান মার্ক জুকারবার্গ ২৪, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনী ২৩ এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুন আছেন ৩২তম স্থানে অধিষ্ঠিত হয়েছেন।

উপমহাদেশের নেতাদের মধ্যে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ২১তম এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং আছেন ২৮তম স্থানে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৩
এইচএ/কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।