কলকাতা: গভীর শ্রদ্ধা এবং সন্মানের সঙ্গে আজ বৃহস্পতিবার গোটা ভারতে পালিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ২৯তম মৃত্যুদিবস।
দিল্লীসহ ভারতের সব রাজ্যেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশেষ দিনটিকে পালন করা হচ্ছে।
স্মরণ করা যেতে পারে- ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী তার দেহ রক্ষীদের গুলিতে প্রাণ হারান।
বৃহস্পতিবার সকালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সমাধিক্ষেত্র শক্তি স্থল-এ গিয়ে পুষ্প নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সমাধি ক্ষেত্রে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সন্মান প্রদর্শন করেন। হাজির ছিলেন কংগ্রেস সভানেত্রী এবং ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধী।
ভাবগম্ভীর অনুষ্ঠানে হাজির হয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন সুশীল কুমার শিন্ডে, কমল নাথ, ভিরাপ্পা মৈলিসহ মন্ত্রী সভার সদস্য এবং জাতীয় কংগ্রেসের নেতারা। গোটা অনুষ্ঠানে ভক্তিগীতি এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণ পরিবেশন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
ভিএস/এসএস/জিসিপি