ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারের মরুভূমি থেকে ৮৭ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
নাইজারের মরুভূমি থেকে ৮৭ মৃতদেহ উদ্ধার

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি মরুভূমি থেকে ৮৭ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এরা সবাই সাহারা মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগরীয় দেশ আলজেরিয়ায় পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।

কিন্তু পথিমধ্যে তাদের গাড়ি বিকল হয়ে যায়। ফলে তারা খাবার ও পানির অভাবেই তারা মারা যায় বলে বিবিসি জানায়।

সাব সাহারা এবং ইউরোপের দেশগুলোতে প্রবেশের জন্য নাইজার একটি গুরুত্বপূর্ণ রুট।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩২ জন মহিলা এবং ৪৮ শিশু রয়েছে। একজন উদ্ধারকর্মী জানান, অধিকাংশ মৃতদেহ পচে- গলে গেছে। আবার অনেক মৃতদেহ শিয়াল খেয়ে ফেলেছে।

উদ্ধারকর্মীরা বলছেন, নাইজারের অরলিট শহর থেকে অভিবাসীদের বহনকারী গাড়িটি হয় সেপ্টেম্বরের শেষ নতুবা অক্টোবরের শুরু দিকে যাত্রা শুরু করে। তারা যখন তাদের গন্তব্যে আলজেরিয়া থেকে মাত্র কয়েক কি.মি দূরে ছিলো তখনই তাদের গাড়িটি ভেঙ্গে যায়। কিন্তু গাড়ির যন্ত্রাংশ আনার জন্য কয়েকজন যখন আবারও অরলিটের উদ্দেশ্যে রওনা শুরু করে তখনটি দ্বিতীয় গাড়িটিও বিকল হয়ে যায়।

কিন্তু অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে ক্ষুধা-তৃষ্ণায় ধুকে ধুকে মরতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
কেএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।