ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ১৪ দলের সাম্প্রদায়িকতা বিরোধী সভা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩

কলকাতা: বুধবার রাজধানী দিল্লিতে সাম্প্রদায়িকতা বিরোধী জন সভায় যোগ দিল কয়েকটি অ-কংগ্রেসী এবং অ-বিজেপি দল।

ভারতের লোকসভা নির্বাচনের আগে এই দলগুলির একসঙ্গে আসাতে আবারও তৈরি হোল সাম্প্রদায়িকতা বিরোধী তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা।



১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি এই সম্মেলনে যোগদান করেন। এই সভায় হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সমতা পার্টি প্রধান মুলায়ম সিং যাদব, সিপিআই(এম) –এর সম্পাদক প্রকাশ করাত প্রমুখ।

১৪টি রাজনৈতিকদলের নেতারাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একজোট হবার প্রয়োজনীয়তার কথা বলেন। যদিও তারা তৃতীয় বিকল্প ফ্রন্টের কথা স্বীকার করেননি।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রকাশ্যে তৃতীয় ফ্রন্টের কথা না বললেও আদতে তৃতীয় ফ্রন্টের একটি মঞ্চ এই সভার মাধ্যমে তৈরি হয়ে গেল।

আগামী দিনে এই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক জোট লোকসভা নির্বাচনে কি প্রভাব বিস্তার করতে পারে সেটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩  ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩  
ভিএস /এসএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।