ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে রোমান সাম্রাজ্যের ঈগলের ভাস্কর্য প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
লন্ডনে রোমান সাম্রাজ্যের ঈগলের ভাস্কর্য প্রদর্শন

ঢাকা: লন্ডনের প্রত্নতত্ত্ব জাদুঘরে রোমান সাম্রাজ্যের একটি ঈগলের ভাস্কর্যে্যর প্রদর্শনী চলছে। বুধবার থেকে সম্প্রতি আবিষ্কৃত ভাস্কর্যটি প্রর্দশনী চলবে ছয় মাস ধরে।



লন্ডনে একটি অত্যাধুনিক হোটেল তৈরির স্থান খননের সময় রোমান সাম্রাজ্যের একটি ঈগলের ভাস্কর্য পাওয়া গেছে।

লন্ডনের প্রত্নতত্ত্ব জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈগলের ভাস্কর্যটির খোদাইকারীদের দক্ষতার প্রশংসা করা হয়েছে। ঠোটে সাপ এবং প্রতিটি পালক এখনও স্পষ্টভাবে দেখা যায়।

লন্ডনের প্রত্নতত্ত্ববিদরা  ভাস্কর্যটিকে রোমান ব্রিটেনের সবচেয়ে ভাল উদাহরণ মনে করছেন।

প্রথম প্রত্নতত্ত্ববিদরা ভাস্কর্যটির আবিষ্কার ও এটিকে রোমান যুগের বলার ব্যাপারে দ্বিধাদ্বন্ধে ছিলেন। কিন্তু প্রায় ২৬ ইঞ্চি লম্বা চুনাপাথরের ভাস্কর্যটি প্রথম বা দ্বিতীয় শতকের হবে বলে বিশেষজ্ঞেরা বলছেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনের অর্থনৈতিক কেন্দ্র সিটি অব লন্ডনে একটি হোটেল নির্মাণে স্থান খননের সময় ভাস্কর্যটি পাওয়া গেছে। এক সময় ওই স্থানে রোমান সমাধিক্ষেত্র ছিল বলে ধারণা করা হয়।

ভাস্কর্যটিকে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে মনে করা হচ্ছে।

সম্প্রতি লন্ডনে বড় বড় ভবন নির্মাণের স্থানগুলো থেকে আবিষ্কৃত মূর্তি-ভাস্কর্য গুলো যুক্তরাজ্যে রোমান সাম্রাজ্যের বিস্তারের যুক্তিকে জোড়ালো করেছে। এগুলোর মধ্যে রোমান সাম্রাজ্যের ২০টি মাথার খুলি রয়েছে। লন্ডনের লিভারপুল স্ট্রিট স্টেশনে ট্রেনের নতুন টানেল খননের সময় শ্রমিকরা এসব খুলি পান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।