ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্রের সরঞ্জামাদি ধ্বংস করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
রাসায়নিক অস্ত্রের সরঞ্জামাদি ধ্বংস করল সিরিয়া

ঢাকা: রাসায়নিক অস্ত্রের উৎপাদনে মিশ্রণসহ সকল কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করেছে সিরিয়া। এমনটাই জানাল রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থা দ্য অর্গানাইজেশন ফর দ্য কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ)।



রাসায়নিক অস্ত্রের সরঞ্জামাদি ধ্বংসে ওপিসিডব্লিউয়ের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার এক দিন আগেই এমন খবর জানাল আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাটি।

২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সব রাসায়নিক অস্ত্র ধ্বংসে সিরিয়ার ওপর আন্তর্জাতিক মহলের বেঁধে দেওয়া সময়সীমা রয়েছে।

এর আগে গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ ঘৌটায় রাসায়নিক অস্ত্র হামলায় সহস্রাধিক মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্র এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকেই দায়ী করে। অপরদিকে সিরিয়া সরকার এ হামলার জন্য বিদ্রোহী বাহিনীকে দায়ী করে। আসাদ বাহিনীকে সমর্থন দেয় এর জোটসঙ্গী রাশিয়া।

সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এ অভিযোগের ভিত্তিতে সিরিয়া হামলার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরে হামলায় বিরতি দিয়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
ধারণা করা হয়, সিরিয়ার অস্ত্রাগারে ১ হাজার টনের বেশি বিষাক্ত সারিন গ্যাস রয়েছে। দেশটির বেশকয়েকটি জায়গায় বিষাক্ত সালফার ও মাস্টার্ড গ্যাসের মতো নিষিদ্ধ গ্যাস সংরক্ষণ করা হয়েছে।  

ওপিসিডব্লিউর ফিল্ড অপারেশন প্রধান জেরি স্মিথ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, আমরা সরঞ্জামাদি ধ্বংসের সবগুলো কার্যক্রমই পর্যবেক্ষণ করেছি। তারা এখন আর নতুন করে রাসায়নিক অস্ত্রের উৎপাদন করতে পারবে না।

একটি বিবৃতিতে ওপিসিডব্লিউ জানিয়েছে, তারা সিরিয়ার ২৩টি রাসায়নিক অস্ত্রাগারের মধ্যে ২১টি পরিদর্শন করেছে। অন্য দুটি স্থান পরিদর্শনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবে সেখান থেকেও সরঞ্জামাদি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী, গত আড়াই বছরে সিরিয়ায় সংঘাতে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় বিশ লাখ মানুষ সিরিয়া ছেড়ে চলে গিয়েছে। আর অভ্যন্তরীণভাবে বাস্তুহারা হয়েছে ৪৫ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।