ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে স্কার্ফ পরে পার্লামেন্টে চার নারী সদস্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
তুরস্কে স্কার্ফ পরে পার্লামেন্টে চার নারী সদস্য

ঢাকা: নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রথমবারের মতো মাথার স্কার্ফ  পরে পার্লামেন্ট অধিবেশনে অংশ নিয়েছেন তুরস্কের ‍চার নারী সংসদ সদস্য। তারা চারজনই ক্ষমতাসীন ইসলামপন্থি জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একেপি) সদস্য।



বৃহস্পতিবার ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো তারা নারী সংসদ সদস্য হিসেবে পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন। গত মাসে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

চার নারী সংসদ সদস্যের একজন গোনুল বেকিন শাহকুলুবে। তিনি বলেন, ‘আমি আর কোনোদিন আমার মাথার স্কার্ফ ছাড়ব না। আমি মনে করি, সবাই আমার সিদ্ধান্তে সম্মান জানাবেন।

পার্লামেন্টে যোগ দেওয়ার পর তাদের সঙ্গে ছবি তুলেন অন্যান্য সংসদ সদস্যরা।

স্কার্ফ পরার সমর্থকরা বলছেন, বিষয়টি স্বাভাবিক করতে আরও কাজ করতে হবে। তবে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) অভিযোগ, প্রধানমন্ত্রী রিসেফ তায়েপ এরদোগানের দলের বিরুদ্ধে দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যেকে খাটো করছে।

এর আগে ১৯৯৯ ‍সাল স্কার্ফ পরে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন নারী সংসদ সদস্যরা। তৎকালীন আইনপ্রণেতা মারভে কাভাকসি মাথায় স্কার্ফ পরে আসলে অন্য সংসদ সদস্যরা হাসি-ঠাট্টা শুরু করেন। পার্লামেন্টে ভবনে প্রবেশ না করেই ফেরত যান তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী স্কার্ফ পরার নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন।

তবে বিচারক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপর স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।