ঢাকা: বিহারের পাটনায় নরেন্দ্র মোদির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় আটক অভিযুক্ত মেহরার আলম হাজত থেকে পালিয়ে গেছেন। বুধবার রাতে পাটনার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) হাজত থেকে পালিয়ে যান তিনি।
স্থানীয় প্রশাসনের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাটনা শহরের মতিঝিল এলাকার একটি ‘গেস্ট হাউসে’ গোয়েন্দা সংস্থা এনআইএ’র অস্থায়ী হাজত থেকে পালিয়ে যান মেহরার।
তার পালিয়ে যাওয়ার ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে এনআইএ এবং তাকে ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে গোয়েন্দা সংস্থাটি।
উল্লেখ্য, গত রোববার পাটনার গান্ধী ময়দানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত নরেন্দ্র মোদির সমাবেশকে কেন্দ্র করে সিরিজ বিস্ফোরণ ঘটানো হয়। ছয় দফা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৮০ জন আহত হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে উজায়ের আহমেদ নামে একজনকেও আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
এইচএ/এসআরএস