ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গেস্টাপো প্রধান ইহুদি কবরস্থানে সমাহিত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
গেস্টাপো প্রধান ইহুদি কবরস্থানে সমাহিত!

ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদি হত্যার পেছনে নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের গোয়েন্দা সংস্থা ‘গেস্টাপো’র প্রধানের ভূমিকা ছিল সরাসরি। যুদ্ধে বেঁচে যাননি তিনি।

কিন্তু যে ইহুদি হত্যার খেলায় মত্ত হয়েছিলেন তিনি সেই ইহুদিদের কবরস্থানে শেষ জায়গা হয়েছে তার।

এক ইতিহাসবিদ এমনই দাবি করেছেন। ইতিহাসের অধ্যাপক জোহানেস টুচেল বলেন, নাৎসি হত্যাযজ্ঞের অন্যতম ষড়যন্ত্রকারী হেনরিখ মুয়েলারকে বার্লিনে ইহুদিদের কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, হেনরিখ মুয়েলারের মৃত্যু নিশ্চিতের ডকুমেন্ট তারা দেখেছে।

ইহুদির কবরস্থানে গেস্টাপো প্রধানের কবরের খবর শুনে বড় কষ্টই পেয়েছেন জার্মানির ইহুদিদের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডেন্ট ডিটের গ্রোমান।

তিনি বলেছেন, তার মতো নিষ্ঠুর একজন নাৎসিকে ইহুদি কবরস্থানে সমাহিত করাটা অসম্মানের। যুদ্ধের শিকারদের স্মৃতিকে ব্যাপকভাবে চাপ দিচ্ছে এটি।

অধ্যাপক জোহানেস টুচেল বলেছেন, তিনি প্রমাণ পেয়েছেন, যুদ্ধের শেষের দিকে মারা গেছেন মুয়েলার। তিনি বলেন, ‘যুদ্ধে বেঁচে যাননি মুয়েলার। ইহুদি সমাধিক্ষেত্রে তাকে এক গণকবরে ১৯৪৫ সালে তার মরদেহ সমাহিত করা হয়েছিল। ’

বার্লিনে মেমোরিয়াল টু জার্মান রেসিট্যান্স ফাউন্ডেশনের প্রধান টুচেল দাবি করেন, ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিকে তুমুল সংঘর্ষে তিনি মারা যান। ১৯৪৫ সালের আগস্টে একটি ইহুদি সমাধ কবরস্থানে একটি গণকবরে তার মরদেহ ছুড়ে মারা হয়েছিল।

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এ যুদ্ধে ইতালি, জার্মানি ও জাপান অক্ষশক্তি আর মিত্রশক্তিতে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন, কানাডা, পোলান্ডসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। যুদ্ধে মিত্রশক্তির জয় হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।