ঢাকা: চারশ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে প্রদক্ষিণরত গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটি দেখতে পৃথিবীর মতোই।
বিজ্ঞানীরা পাথর আর লোহা জাতীয় পদার্থে গঠিত এ গ্রহের নাম দিয়েছেন ‘কেপলার-৭৮বি’।
খুব কাছ থেকে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে গ্রহটি। এত কাছ দিয়ে ঘুরছে যে, নক্ষত্র থেকে আসা তাপে গ্রহটিতে কোনো কিছুরই বেঁচে থাকা সম্ভব নয়।
সবচেয়ে চমকে দেওয়ার তথ্য হলো, গ্রহটির বছর মাত্র সাড়ে আট ঘণ্টা। অর্থাৎ আমাদের পৃথিবীর যেমন সূর্যের চারদিকে ঘুরতে লাগে ৩৬৫ দিন; তেমনটি কেপলার ৭৮বি’র লাগে সাড়ে আট ঘণ্টা।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ড. জোশ উইন জানান, আয়তন আর ভরের ভিত্তিতে পৃথিবীর সদৃশ হলেও গ্রহটি কমপক্ষে দুই হাজার ডিগ্রি মাত্রায় উত্তপ্ত।
তিনি কেপলার ৭৮বি সন্ধানকারী দলের অন্যতম সদস্য।
তাদের কেপলার ৭৮বি আবিষ্কার নিয়ে নেচার সাময়িকীতে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এসএফআই/এবি/এসআরএস