ঢাকা: সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি লাতাকিয়া। আলাওয়াতি সম্প্রদায় অধ্যুষিত এই গুরুত্বপূর্ণ বন্দরনগরী।
এ নিয়ে চলতি বছরে সিরিয়ায় তিনবার বিমান হামলা চালালো ইসরায়েল। বুধবার থেকে বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে বলে জানান ওই মার্কিন কর্মকর্তা।
বৃহস্পতিবার খবর বের হয়, লাতাকিয়ায় কাছে বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণ কেন হয়েছে সেসময় তা স্পষ্টভাবে জানা যায়নি।
তবে হামলার খবরের নিয়ে ইসরায়েল বা সিরিয়া কেউই মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্নুবার জাবেলহ এলাকায় বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র এসএ-১২৫এস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইসরায়েল বারবার বলে আসছে, সিরিয়ার সনাতনী বা রাসায়নিক যেকোনো অস্ত্র ওই অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোর বিশেষ করে হেজবুল্লাহর কাছে হস্তান্তর হচ্ছে-এমনটি মনে হলেই হামলা চালাবে তারা।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এসএফআই/জিসিপি