ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অক্টোবরে উৎপাদন বেড়েছে চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৩
অক্টোবরে উৎপাদন বেড়েছে চীনের

ঢাকা: বিশ্বের দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ চীনের অক্টোবরে উৎপাদন বেড়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।   উৎপাদন বৃদ্ধির এ হার গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।



স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ‍অবদানের ফলে অক্টোবরে পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪ শতাংশে। গত সেপ্টেম্বরে এর অবস্থান ছিল ৫১ দশমিক ১ শতাংশ।

চীনের অর্থনীতিতে উৎপাদন খাত ব্যাপক ভূমিকা রাখে। আর পিএমআই’র অবস্থান ৫০ ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক বলে ধারণা করা হয়।

সম্প্রতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির তথ্য প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন খাতের এ তথ্য প্রকাশ করা হলো।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের প্রান্তিকে (এপ্রিল-জুন) এ অবস্থান ছিল ৭ দশমিক ৫ শতাংশে।

এছাড়া গত মাসে প্রকাশিত তথ্যে চীনের শিল্পখাত, খুচরা বিক্রয় এবং স্থায়ী বিনিয়োগ বৃদ্ধির তথ্যও জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
জেডএস/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।