কলকাতা: শুক্রবার রাত থেকে গোটা ভারতে প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ০.৫০ রুপি। এর সঙ্গে যুক্ত হবে স্থানীয় বিক্রয় কর ও ভ্যাট।
লিটার প্রতি পেট্রোলের দাম কমেছে ১.১৫ রুপি। এবছর এনিয়ে ১০ বার দাম বাড়লো জ্বালানি তেলের। রুপির দাম ডলারের তুলনায় পড়ে যাওয়াতে লোকসান বেড়েছে তেল কোম্পানির।
ভারতের সর্ব্ববৃহৎ তেল বিক্রয়কারী কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন জানিয়েছে, ডলার ও আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বাড়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনে করা হচ্ছে এই দু’টি বিষয় জ্বলানি তেলের দাম বাড়ার অন্যতম কারণ।
এছাড়াও তেল কোম্পানিগুলি প্রতি লিটার কেরোসিন তেলে ৩৫.৭৭ টাকা এবং রান্নার গ্যাসে প্রতি ১৪.২ কেজির সিলিন্ডারে ৪৮২.৫০ রুপি করে লোকসান করছে। আগামী দিনে এগুলির দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মনে করা হচ্ছে, আগামী দিনেও বিশ্ববাজারে কাঁচা তেলের দাম এবং রুপির অনুপাতে ডলারের দামের ওঠা-নামার উপর বেশ খানিকটা নির্ভর করবে জ্বালানি তেলের দাম।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
ভিএস/এএ/এমজেডআর