ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারডকের পত্রিকার দুই সম্পাদক ব্রুকস ও কুলসনের প্রেম ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৩
মারডকের পত্রিকার দুই সম্পাদক ব্রুকস ও কুলসনের প্রেম ছিল

ঢাকা: ফোনে আড়ি পাতার অভিযোগে মিডিয়া মোগল রুপার্ট মারডকের অধুনা বিলুপ্ত পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুই সাবেক সম্পাদক রেবেকা ব্রুকস ও অ্যান্ডি কুলসনের মধ্যে প্রেম ছিল। ফোনে আড়িপাতায় অভিযুক্ত এ দুজন রিপোর্টার থাকার সময় প্রেমে জড়িয়েছিলেন।


 
প্রসিকিউটর অ্যান্ড্রু এডিস বলেছেন, তাদের এই গভীর সম্পর্কের কারণে তারা তাদের রিপোর্টারদের কার্যকর্ম সম্পর্কে খুব ভালো জানত। তবে ফোনে আড়িপাতা কিংবা সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে তথ্য নেওয়ার অভিযোগের কথা অস্বীকার করেছেন তারা দুজনই।

বৃহস্পতিবার শুনানির সময় অ্যান্ড্রু এডিস আদালতকে জানান, যা কুলসন জানত, তা ব্রুকসও জানত। আর জা ব্রুকস জানত তা কুলসনও জানত। এটাই হচ্ছে বিষয়।

এক দিকে কুলসন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রধান গণমাধ্যম মুখপাত্র হিসেবে যোগ দেন, অন্যদিকে রুপার্ট মারডেকের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ব্রুকস যোগ নিউজ ইন্টার ন্যাশনালের প্রধান হিসেবে যোগ দেন।

কুলসন ও ব্রুকসের এ প্রেমের সম্পর্ক বের হওয়ায় তা ডেভিড ক্যামেরনের জন্য বেশ বিব্রতকর হিসেবে মনে করা হচ্ছে। মারডকের নিউজ করপোরেশনের মিডিয়া সাম্রাজ্যের সঙ্গে ক্যামেরনের সখ্যতা রয়েছে বলে সমালোচকেরা অভিযোগ করেন।

লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের জুরি বোর্ডকে এডিস বলেন, তাদের সম্পর্ক ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চলে।

আদালতের কাচে ঘেরা কাঠগড়ায় অন্য ছয় অভিযুক্তসহ পাশাপাশি বসে ছিলেন ব্রুকস ও কুলসন।   আদালতে এডিস তাদের সম্পর্কের কথা বললেও তেমন বেশি প্রতিক্রিয়া দেখাননি তারা।

এ অভিযুক্তদের মধ্যে ব্রুকসের স্বামী চার্লিও রয়েছেন। তিনিও আদালতে উপস্থিত ছিলেন। ২০০৯ সালে ব্রুকস ও চার্লির বিয়ে হয়।

প্রসিকিউটর জানিয়েছেন, ব্রুকসের বাসায় একটি কম্পিউটারে ২০০৪ সালের একটি চিঠি পাওয়ার পরেই তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জানা যায়। কুলসন সম্পর্কচ্ছেদের চেষ্টা করলে তাকে ওই চিঠিটি লিখেছিলেন ব্রুকস।

এডিস আদালতকে বলেছেন, চিঠিতে লেখা আছে, ‘তুমি আবার সবচেয়ে ভালো বন্ধু, আমি তোমাকে সবকিছু বলছি, তোমার প্রতি আমার বিশ্বাস রয়েছে, আমি তোমার পরামর্শ চাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেখাশোনা করি, তোমাকে নিয়ে ভাবি, আমরা একসঙ্গে হাসি-কান্না করি। আসলে আমাদের সম্পর্ক ছাড়াই আমি টিকতে পারব কিনা নিশ্চিত নই। ’

তাদের এ প্রেমের সম্পর্ক মামলার জন্য গুরুত্বপূর্ণ বলে আদালতকে জানান এডিস।

ফোনে আড়ি পাতার ঘটনা প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে ২০১১ সালে ১৬৮ বছরের পুরোনো ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে বন্ধ করে দিতে হয়। ৮২ বছর বয়সী রুপার্ট মারডকের সঙ্গে যেসব জ্যেষ্ঠ ব্রিটিশ রাজনীতিবিদদের ঘনিষ্ঠ সম্পর্ক তারাও সমালোচনার শিকার হন। দ্য সান ও টাইমস পত্রিকার মালিক মারডক টেলিভিশন গ্রুপ বিস্কাইবির ৩৯ শতাংশ শেয়ারের মালিক।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।