ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাটনা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্তের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৩
পাটনা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্তের মৃত্যু

ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনায় নরেন্দ্র মোদির সমাবেশস্থলে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আইনুল ওরফে তারিক ‘মারা গেছেন’।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পুলিশি হেফাজতে থাকা আইনুল বৃহস্পতিবার রাতে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


    
সংবাদ মাধ্যমগুলো জানায়, পাটনার রেলওয়ে স্টেশনের একটি প্লাটফর্মে বিস্ফোরণ ঘটানোর সময় গুরুতর আহত হন আইনুল। তাৎক্ষণিকভাবে তাকে আটক ও উদ্ধার করে ইন্ধিরা গান্ধী মেডিকেল হসপিটালে ভর্তি করে পুলিশ। গুরুতর আহত আইনুলকে এতোদিন ধরে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।

হসপিটাল কর্তৃপক্ষ জানায়, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, আটকের পর আইনুলের কাছ থেকে বেশ কিছু ফোন নাম্বার ও তথ্য সংগ্রহ করা গেছে। এই নাম্বার ও তথ্য দিয়েই বিস্ফোরণের পেছনের হোতাদের ধরতে সমর্থ হবে পুলিশ।

এদিকে, বুধবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা ‘এনআইএ’ জানায়, বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত মেহরার আলম গোয়েন্দা হেফাজতে থাকা অবস্থায়ই ‘পালিয়ে গেছে’। তবে তাকে আটক করতে প্রশাসন সাঁড়াশি অভিযানে নেমেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রোববার পাটনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আয়োজিত নরেন্দ্র মোদির সমাবেশস্থলে দফায় দফায় বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৮০ জন আহত হয়।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জুবায়ের আহমেদ নামে একজনকেও আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।