ঢাকা: ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফারনগরে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী মিথ্যাচার করছে-এমন অভিযোগ করায় রাহুলকে নোটিশ দিয়েছে নির্বাচনক কমিশন (ইসি)।
নির্বাচনকে সামনে রেখে রাজস্থান ও মধ্যপ্রদেশের সমাবেশগুলোতে রাহুল বিজেপির বিরুদ্ধে ‘ঘৃণার রাজনীতি’ চর্চার এবং মুজাফ্ফারনগরের মতো স্থানগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন।
রাহুলের মন্তভ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে ছয় পাতার অভিযোগ পত্র জমা দিয়েছে বিজেপি।
অভিযোগ পত্রে বলা আছে, রাহুল এ দাবিও করেছেন যে, মুজাফ্ফারনগরের দাঙ্গার শিকার মুসলমান তরুণদের নিজেদের দলে টানার চেষ্টা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এসএফআই/আরআইএস