ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ সদস্য এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি তদন্তকারী জার্মানির গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন এক জার্মান রাজনীতিবিদ।
হ্যান-ক্রিশ্চিয়ান স্ট্রোবেলে বলেছেন, মস্কোয় সাক্ষাৎ করার সময় তাকে স্নোডেন এ কথা জানিয়েছেন।
ওই রাজনীতিবিদ বলেছেন, চিঠিটি স্নোডেন তাকে দিয়েছে। রাশিয়ায় অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া স্নোডেনর সঙ্গে নিজের একটি ছবিও প্রকাশ করেছেন।
তবে এটি পরিষ্কার নয় যে, জার্মানি স্নোডেনকে আইনি সহায়তা দেবে কিনা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মোবাইল ফোনে এক দশকেরও বেশি সময় ধরে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিষয়টি গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ছায়া ফেলেছিল।
বন্ধু রাষ্ট্রের কাছে এমন আচরণ কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।
স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা বলেছেন, তার মক্কেল জার্মানি গিয়ে তদন্তকারীদের সহায়তা করা সম্ভব হবে না কিন্তু মস্কোয় তিনি প্রমাণাদি দিতে পারেন।
আতালোতি কুচেরেনা বলেন, ‘স্নোডেন জার্মানিতে যাবেন না। তার পক্ষে এটি সম্ভব হবে না কেননা রাশিয়ার সীমান্ত অতিক্রম করার অনুমতি নেই তার। আন্তর্জাতিক চুক্তির আওতায় স্নোডেন রাশিয়ায় বসে সাক্ষ্য-প্রমাণ দিতে পারবেন। তবে এটি জার্মান কর্তৃপক্ষ অনুমোদন পেতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এসএফআই/আরআইএস