ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাউথ আফ্রিকায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৩
সাউথ আফ্রিকায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: সাউথ আফ্রিকায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে জোহানেস কানা নামে এক ব্যক্তিকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বের সবচেয়ে সহিংস অপরাধটির জন্য শুক্রবার ধর্ষণ, অঙ্গচ্ছেদ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে জোহানেসকে দুই দফা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার আদেশ দিয়েছেন আদালত।



জানা যায়, গত ফেব্রুয়ারিতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কেপটাউন থেকে ১৩০ কিলোমিটার পূর্বে ব্রেডাসডর্প শহরের একটি আবাসিক এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অঙ্গচ্ছেদ করে একটি ‍ডাম্পে লুকিয়ে ফেলেন জোহানেস। আদালতে এই ঘৃণ্য অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন জোহানেস।

ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাউথ আফ্রিকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। জনতার সঙ্গে এক কাতারে মিশে প্রেসিডেন্ট জ্যাকব জুমাও ‘শোক ও ক্ষোভ’ প্রকাশ করেন এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেন।

এই ঘটনায় তিন জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত ২১ বছর বয়সী জোহানেসকেই বিচারের মুখোমুখি হতে হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।