ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন কিংবদন্তি সঙ্গিতশিল্পী লতা মঙ্গেশকর!
এই খবর জানিয়েছেন লতা নিজেই! শুক্রবার পুনেতে বাবা দীননাথ মঙ্গেশকরের নামে নির্মিত একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
খোদ নরেন্দ্র মোদি ও বোন আশা ভোঁসলের উপস্থিতিতে লতা বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, নরেন্দ্র মোদি যেন প্রধানমন্ত্রী হতে পারেন।
উল্লেখ্য, দেশটির সুশীল সমাজ বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্য থেকে এই প্রথম গুজরাটের দাঙ্গার প্রধান অভিযুক্ত মোদির পক্ষে এমন মন্তব্য করা হলো।
অবশ্য, লতার এমন মন্তব্যের জবাবে বেশি কিছু বলেননি মোদি। কেবল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় মঙ্গেশকর পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে অবশ্য, মোদি প্রধানমন্ত্রী হলে দেশ পিছিয়ে পড়বে এমন মন্তব্য করেছিলেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনেক বিতর্কের পর বিজেপি থেকে আসন্ন ২০১৪ সালের নির্বাচনের প্রধানমন্ত্রী পদে লড়বেন কট্টর হিন্দুবাদী এই নেতা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৩
এইচএ/আরআইএস