ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিক্ষোভকারীদের গ্রেপ্তার : যুক্তরাষ্ট্রের সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
রাশিয়ায় বিক্ষোভকারীদের গ্রেপ্তার : যুক্তরাষ্ট্রের সমালোচনা

ওয়াশিংটন: রাজনৈতিক বিক্ষোভকারীদের গ্রেপ্তার করায় রাশিয়ার সমালোচনা করে এ ক্ষেত্রে আরও গণতান্ত্রিক হতে তাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করার সময় মস্কো ও সেন্ট পিটার্সবার্গ থেকে কয়েকজন সাবেক প্রভাবশালী কর্মকর্তাসহ ১২০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে রুশ কর্তৃপক্ষ।



সোমবার রাশিয়ার সমালোচনা করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পিজে ক্রউলি বলেন, ‘আমরা মর্মাহত যে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। ’

ক্রউলি বলেন, ‘মিছিল করা এবং নিজেদের মত প্রকাশের স্বাধীনতা সবার অধিকার, এ বিষয়ে গুরুত্বের কথা আমরা আবারও ব্যক্ত করছি। ’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সংবিধান এবং দেশটি যে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে, সেখানেও মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষিত রয়েছে’।

এর আগে তেল সম্রাট খোদরকভস্কির বিচার ও কারাদণ্ড নিয়ে গত সপ্তাহে রাশিয়ার কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।