ঢাকা: যুক্তরাষ্ট্রের ড্রোন (চালক বিহীন) হামলায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও তালেবান সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান প্রধান উত্তর ওয়াজিরিস্তানের দান্দে দারপাখেল এলাকায় এক মসজিদে বৈঠক শেষে বের হলে তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা করে।
ড্রোন হামলায় নিহত টিটিপি প্রধান ও অন্যান্য সদস্যদের শেষকৃত্য শনিবার উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে বলে তালেবান সদস্যরা জানিয়েছেন।
ড্রোন হামলায় টিটিপি প্রধান ছাড়াও জঙ্গি সংগঠনটির প্রধান কমান্ডার আব্দুল্লাহ বাহার মেহসুদ ও তারিক মেহসুদসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পরেও যুক্তরাষ্ট্রের ড্রোন ওই এলাকায় চক্কর দিতে থাকে।
এ হামলার এক দিন আগে তালেবান নিয়ন্ত্রাধীন মিরামশাহ শহরে যুক্তরাষ্ট্রের অপর এক ড্রোন হামলায় তিন তালেবান জঙ্গি নিহত হন।
সংবাদ সংস্থা এএফপি যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মেহসুদের মৃত্যুর খবর প্রকাশ করে। ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, তারা মেহসুদের নিহতের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ও হোয়াইট হাউস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে পাকিস্তান সরকার দেশের সার্বভৌমত্বের জন্য সবসময়ই হুমকি মনে করে এর প্রতিবাদ করে আসছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ হামলা তাদের উপকারে আসবে।
মেহসুদকে ধরতে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
এর আগেও কয়েকবার টিটিপি প্রধানের নিহতের খবর শোনা গিয়েছিল। তবে শুক্রবারের হামলায় তার নিহতের খবরটির সত্যতা নিশ্চিত করে কয়েকটি গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী ও তালেবান সূত্র।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
কেএইচকিউ/জিসিপি