ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের এলএ বিমানবন্দরে এক তরুণের নির্বিচার গুলিতে দেশটির কেন্দ্রীয় এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) জানিয়েছে, এ ঘটনায় তাদের তিন কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বন্দুকধারী তরুণকে আটক করেছে পুলিশ। তার কাছে সরকারবিরোধী একটি নোট ছিল। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ধারণা করছে, ২৩ বছর বয়সী ওই তরুণের নাম পল অ্যান্থনি সিয়ানসিয়া। সে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা।
এ ঘটনায় দেশটির তৃতীয় বৃহত্তম ওই বিমানবন্দরের একশ’টির মতো ফ্লাইটে সময় বিপর্যয় হয়েছে।
এলএ বিমানবন্দরের পুলিশ প্রধান প্যাট্রিক গ্যানন সাংবাদিকদের বলেন, ওই তরুণ স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে আসেন। ১০ মিনিট পরে সে ব্যাগ থেকে একটি রাইফেল বের করে নির্বিচারে গুলি চালাতে থাকেন।
লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেট্টি সংবাদমাধ্যমকে বলেন, এ প্রথমবারের মতো ডিউটিরত অবস্থায় কোনো টিএসএ কর্মকর্তা নিহত হলেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
কেএইচকিউ/জিসিপি