ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিলামে উঠছে বিশ্বের বৃহত্তম ‘অরেঞ্জ ডায়মন্ড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৩
নিলামে উঠছে বিশ্বের বৃহত্তম ‘অরেঞ্জ ডায়মন্ড’

ঢাকা: নিলামে উঠছে বিশ্বের বৃহত্তম ‘অরেঞ্জ ডায়মন্ড’। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জুরিখে এর নিলাম অনুষ্ঠিত হবে।



শুক্রবার নিলামকারীরা জানান তারা ধারণা করছেন, এই জহর হীরাটি  রেকর্ড করে ১৭ থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হবে।

জুরিখের ক্রিস্টিস নিলামের রত্ন বিভাগের প্রধান জ্য-মার্ক লুনেল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এটা সত্যিই এক অসাধারণ জহর পাথর। সত্যিকারের উজ্জ্বল হীরা। এ হীরার যেকোনো অংশ আলো ধারণ করতে পারে।
বাদাম আকৃতির এ হীরাটির ওজন ১৪.৮২ ক্যারেট। নিলামকারীরা একে বিশ্বের বৃহত্তম অভিনব উজ্জ্বল হীরার আখ্যা দিয়েছেন।  

এই হীরাটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে। কিন্তু ক্রিস্টিস নিলাম এ হীরা কে বিক্রি করেছিল তা প্রকাশ করেনি।
একদম খাঁটি এই ‘অরেঞ্জ ডায়মন্ড’ জ্বলন্ত হীরা নামেও পরিচিত। প্রকৃতিতেই এ হীরা বিরল। এর আগে এ ধরনের মাত্র ছয়টি হীরার নিলাম অনুষ্ঠিত হয়েছে। তাও সবগুলোর ওজন ছয় ক্যারটের নিচে ছিল।  

আগামী মঙ্গলবার ক্রিস্টির ঐতিহ্যবাহী নভেম্বর রত্ন নিলামের দিনে ‘অরেঞ্জ ডায়মন্ডটি’র নিলাম হবে।

এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে এই একই ধরনের ‘অরেঞ্জ ডায়মন্ড’ নিলাম হয়েছিল। ৫.৫৪ ক্যারটের সে হীরাটি ১.৩ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছিলেন রোনাল্ড উইন্সটন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।