ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক তালেবানের নতুন প্রধান খান সৈয়দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৩
পাক তালেবানের নতুন প্রধান খান সৈয়দ

ঢাকা: পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন খান সৈয়দ সাজনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন) হামলায় টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর শনিবার দলটির শুরা কাউন্সিল খান সৈয়দকে প্রধান হিসেবে মনোনীত করে।



কাউন্সিলে সংগঠনটির অধিকাংশ নেতাকর্মীরা উপস্থিত ছিল। একটি গোপন আস্তানায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন অনলাইন।

৬০ সদস্য বিশিষ্ট ওই কাউন্সিলে খান সাঈদের পক্ষে ভোট পড়ে ৪৩টি এবং বিপক্ষে ১৭টি।

ধারণা করা হয়, ৩৬ বছর বয়সী খান সাঈদ করাচির নৌঁঘাটি হামলার প্রধান পরিকল্পনকারী। এছাড়া, ২০১২ সালের পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর বান্নুর একটি কারাগার ভেঙে চার শতাধিক তালেবান ছিনিয়ে আনার অভিযানে নেতৃত্ব দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পাক সরকারের এক কর্মকর্তা বলেন, খন সৈয়দের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। তবে তিনি লড়াইয়ের ময়দানে দক্ষকর্মী। তিনি আফগান যুদ্ধেও অংশ নিয়েছেন।

খান সৈয়দকে ছাড়াও তালেবান প্রধান হওয়ার দৌঁড়ে ছিলেন খালিদ খুরসানি, মোল্লা ফাজলুল্লাহ এবং ঘালিব মেহসুদ।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে উত্তর ওয়াজিরিস্তান এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান প্রধান উত্তর ওয়াজিরিস্তানের দান্দে দারপাখেল এলাকায় এক মসজিদে বৈঠক শেষে বের হলে তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা করে।  

ড্রোন হামলায় টিটিপি প্রধান ছাড়াও জঙ্গি সংগঠনটির প্রধান কমান্ডার আব্দুল্লাহ বাহার মেহসুদ ও তারিক মেহসুদসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

মেহসুদকে ধরতে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৩
কেএইচ/এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।