ঢাকা: এক আকাশে একই সঙ্গে তিন তিনটি সূর্য উদয় হলো! উত্তর চীন সীমান্তের মঙ্গোলিয়াবাসীকে অবাক করে শনিবার এমন মহাজাগতিক বিস্ময়ের জন্ম দিলো প্রকৃতি!
শনিবার সকালে আকাশের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ মঙ্গোলিয়াবাসীর! একী, এতদিনের পড়া ভূগোল বিজ্ঞান কি তাহলে ভুল ছিলো? কোনো ভূগোল বইতেইতো ছিল না সূর্যিমামার আরও দুই ভাই আছে! পাক্কা দুই ঘণ্টা এমন বিরল দৃশ্য দেখে পুরোই চমকে যেতে হয় স্থানীয়দের! তবে এমন মাথা ঘোরানো দৃশ্য দেখলেও কেউই ছবি তুলতে কিংবা ভিডিও করতে ভুলেননি!
এক প্রত্যক্ষদর্শী বললেন, আমি বাড়িতেই ছিলাম, বন্ধুরা ফোন করে বলল শিগগিরই বাইরে আয়, আকাশের দিকে দেখ! একসঙ্গে তিন তিনটি সূর্য দেখা যাচ্ছে! শুনেই তড়িঘড়ি করে রাস্তায় দৌঁড় লাগালাম!
ওই প্রত্যক্ষদর্শী বলেন, আকাশে তাকিয়ে সত্যিই ইতিহাসের স্বাক্ষী হয়ে গেলাম!
অবশ্য মূল ঘটনা বিভ্রান্তিকর নয়! মহাকাশবিজ্ঞানীরা বলছেন, বিরল মহাজাগতিক এই ঘটনার নাম ফ্যান্টম সান।
মাটি থেকে ৬ হাজার মিটার উঁচুতে বরফ কণা জমে মেঘ তৈরি হয়।
তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা যাই হোক না কেন! বিস্ময়কর এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পেরে দারুণ খুশি মঙ্গোলিয়াবাসী।
স্থানীয়দের মোবাইল ফোনে ধারণকৃত বিস্ময়কর সেই দৃশ্যটি দেখুন ভিডিও লিংকে:
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৩
এইচএ/এসআরএস