ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন ক্যালিফোর্নিয়ার নতুন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
শপথ নিলেন ক্যালিফোর্নিয়ার নতুন গভর্নর

স্যাকরামেন্টো: চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিক আর্নল্ড শোয়ার্জনেগারের জায়গায় ডেমোক্রাট দলের জেরি ব্রাউন সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে শপথ নিয়েছেন।

আর্নল্ড শোয়ার্জেনেগার পরপর দুবার গর্ভনর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংবিধান অনুযায়ী তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না।



৭২ বছর বয়সী জেরি ব্রাউন এবার সবচেয়ে বেশি বয়সে ক্যালিফোর্নিার গভর্নর হওয়ার রেকর্ড গড়লেন। তবে এ ক্ষেত্রে বলা প্রয়োজন যে, তার ঝুলিতে ১৯৭৫ সালে সবচেয়ে কম বয়সে গভর্নর হওয়ারও রেকর্ড রয়েছে।

২৮ বিলিয়ন ডলারের ঘাটতি বাজেট পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নিয়ে ২০১০ সালের নভেম্বরে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনে হারান ব্রাউন।

অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, এই ঘাটতি বাজেট পুরণ করা কষ্টসাধ্য, তবে অসম্ভব নয়। কারণ এটি খুব খারাপ একটা সময়ে কঠিন বাজেট। কেননা, তিনি গত তিন বারের চাইতে বেশি বাজেট ঘাটতি নিয়ে ক্ষমতায় স্থলাভিষিক্ত হয়েছেন।

তবে রিপাবলিকান সমর্থন পুষ্ট শোয়ার্জেনেগার গর্ভনর পদ থেকে সরে দাড়ানোর পর কোনো দিকে যাবেন তা এখনও ঘোষণা দেননি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।