ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করবে পাকিস্তান। শুক্রবার দেশটির উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তান তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করা হবে।
এ নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে কথা বলবেন বলেও অঙ্গীকার করেন তিনি। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকেও এ ব্যাপারে যুক্ত হতে হবে।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও চুক্তির বিষয়ে পর্যালোচনা করতে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটিকে (সিসিএনএস) বলা হয়েছে।
তিনি বলেন, পাকিস্তান সরকার এ ড্রোন হামলাকে কোনো বিচ্ছিন্নতাবাদীর ওপর হামলা বলে মনে করছে না। তারা মনে করছে, এ হামলা শান্তি প্রক্রিয়ার ওপরেই করা হয়েছে।
এদিকে পাকিস্তান সরকার এ হামলার প্রতিবাদে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শুক্রবারের হামলাকে পাকিস্তান ও ওই অঞ্চলে শান্তি রক্ষায় পাকিস্তানের প্রচেষ্টার বিপরীতে হামলা বলে উল্লেখ করা হয়েছে।
গত অক্টোবরে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে হামলার পেছনেও টিটিপি যুক্ত রয়েছে।
শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবান (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। ওই হামলায় টিটিপির আরও পাঁচ সদস্য নিহত হন।
গত ছয় বছরে পাকিস্তানে টিটিপির হামলায় সেনাসদস্য ও পুলিশসহ সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। তবুও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান সবসময়ই যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রতিবাদ করে এসেছে। আর এ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হামলার প্রতিবাদে কঠোর অবস্থানকেই নির্দেশ করে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস