ঢাকা: জাপানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা থেকে জানানো হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় রোববার বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে রাজধানী টোকিওতে বাড়িঘর কেঁপে ওঠে।
এর আগে গত ২৬ অক্টোবর জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামি সর্তকতা জারি করা হয়।
উল্লেখ্য, সময়ের দিক থেকে জাপান বাংলাদেশের চেয়ে তিনঘণ্টা এগিয়ে।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
জেডএস/আরআইএস