ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন গণমাধ্যম আইন পুনর্বিবেচনা করবেন কেনীয় প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৩
নতুন গণমাধ্যম আইন পুনর্বিবেচনা করবেন কেনীয় প্রেসিডেন্ট

ঢাকা: গণমাধ্যমের তীব্র সমালোচনার ‍মুখে নতুন পাস হওয়া গণমাধ্যম আইন পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেন্যাত্তা সাংবাদিকদের অধিকতর দায়িত্বের সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানিয়ে বলেন, তিনি আইনটি নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছেন।



বৃহস্পতিবার পাস হওয়া নতুন আইনটি কেন্যাত্তার সইয়ের পর কার্যকর হবে।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী নাইরোবির কাছে এক সমাবেশে প্রেসিডেন্ট কেন্যাত্তা বলেছেন, নতুন গণমাধ্যম আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত  করতে যেসব বিষয় অস্পষ্ট আছে সেগুলো চিহ্নিত করা ও স্পষ্টকরণ করতে তার কাছে আইনটি যখন পাঠানো হবে তখন তিনি অবশ্যই সেটি ভালোভাবে দেখবেন।

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনে কেন্যাত্তার কাছে পরাজিত প্রার্থী রাইলা ওডিঙ্গা নতুন আইনটি বাতিলের আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে ওডিঙ্গা বলেছেন, আমরা তাকে মনে পরিবর্তন আনার জন্য শুধু আহ্বান জানাতে পারি। এটিতে (নতুন গণমাধ্যম আইন) যেন সই না করে সেজন্য আহ্বান জানাতে পারি কেননা এটি দেশের জন্য ক্ষতিকর এবং সংবিধান বিরোধী। ’

নতুন আইনে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘন করলে সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোকে বিশাল অঙ্কের জরিমানা গুণতে হবে।

বৃহস্পতিবার গভীর রাতে কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া আপিলস ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে বিলের পক্ষে ভোট দেন কেনিয়ার সংসদ সদস্যরা। ট্রাইব্যুনালকে সর্বোচ্চ ২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার জরিমানা করার ক্ষমতা দিয়ে বিলটি পাস হয়।

রেডিও ও টেলিভিশনের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কড়াকড়ি করা হয়েছে। নতুন নিয়মানুযায়ী রেডিও ও টেলিভিশনগুলোর ৪৫ শতাংশ আধেয় স্থানীয়ভাবে নির্মিত হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।