ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় চলছে বাজির মহোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৩
কলকাতায় চলছে বাজির মহোৎসব

কলকাতা: কালীপূজা উপলক্ষে শব্দ বাজির উৎসব চলছে কলকাতাজুড়ে। একজন সাংবাদিক বন্ধু বললেন, শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে কালীপূজার বাজি ফোটানোর মহোৎসব।



দুর্গাপূজা পাঁচ দিনের হলেও কালীপূজা এক দিনের বদলে ভারতে চলে পুরো সাত দিন ধরে। শনিবার মূল পূজা হলেও রোববার থেকে চলছে পূজা উৎসবের নানা ধরনের আয়োজন। এর মধ্যে শব্দ বাজির উৎসব অন্যতম।

এ বাজি পোড়ানো নিয়ে বচসার জেরে খুন হতে হয়েছে এক যুবককেও।

উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের আশ্রাফবাদের বাসিন্দা ওই যুবকের নাম পিন্টু বিশ্বাস। অভিযোগ রয়েছে, শনিবার রাতে পিন্টুর সঙ্গে বচসা বাঁধে একদল দুষ্কৃতকারীর। সেই সময়ই দুষ্কৃতকারীরা শাবল দিয়ে পিন্টু বিশ্বাসের মাথায় আঘাত করলে মৃত্যু হয় তার।

এ ঘটনায় ছয়জনের নামে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে আলোর ফোয়ারায় যখন ভাসছে গোটা কলকাতা শহর, তখনই কলকাতায় আইন ভাঙায় মেতেছেন অনেকেই। কলকাতা পুলিশও রীতিমতো নাজেহাল হয়েছে আইন সামলাতে।

তাই কালীপূজার শহর কলকাতায় গ্রেফতার ৭৫০ জন ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে শব্দবিধি ভাঙার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৪০০ জন। আইন ভাঙার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৩৭১ জন। অর্থাত্‍ কালীপূজার রাতে সব মিলিয়ে মোট ৭৭১ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

দমদম থেকে শুরু করে বেহালা, খিদিরপুর, যাদবপুর, ইএম বাইপাস, মেটিয়াব্রুজের পাশাপাশি কসবা, বালিগঞ্জ, টালিগঞ্জ, সিঁথি, বেলগাছিয়া, লেকটাউন জুড়ে চলছে শব্দবাজির অসহ্য আওয়াজ।

এখানে দিনরাত জুড়েই চলছে শব্দ বাজির তাণ্ডব। শুধু কলকাতা বা তার পাশ্ববর্তী এলাকাই নয়, দক্ষিণবঙ্গের অনেক জেলায়ও শব্দবাজির দাপট ছিল অসহনীয়। হাওড়া, হুগলি থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসে।

বিজ্ঞাপন, প্রচার, পুলিশি ধরপাকড় সত্ত্বেও কেন শব্দবাজির দাপট কমানো যাচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন, শব্দ বাজির দাপট কমেছে। তবে যতোটা আছে তার কারণ শব্দবাজিতে মানুষের আসক্তি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এসএস/এসএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।