ঢাকা: মিশরের সব সহিংসতা বন্ধ করে পূর্ণ গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে আলাপকালে ‘সব ধরনের সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তার’ কথা উল্লেখ করেন কেরি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। মিশর দিয়েই তার এ সফর শুরু হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরে জন কেরি এটি প্রথম সফর।
মিশরে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, ‘ ইতিহাস বলে বিকল্পের চেয়ে গণতন্ত্র অধিক টেকসইভাবে স্থায়ী এবং সমৃদ্ধ। স্থিতিশীলতায় পর্যটন আসে বিনিয়োগ আসে। আর দুটির মাধ্যমে মিশরীয় জনগণ কর্মসংস্থান পাবে। ’
মিশর যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ’ অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।
গত মাসে মিশরকে দেওয়া ১৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার বড় অংশ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। কায়রো থেকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বেশ সমালোচনা করা হয়।
কেরি বলেছেন, তাদের ওই পদক্ষেপ ‘যুক্তরাষ্ট্রের আইনের প্রতিফলন’ কিন্তু সরাসরি মিশরীয় জনগণকে দেওয়া সহযোগিতা অব্যাহত থাকবে।
জুলাই মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর বিরোধীদের ওপর সরকারি দমনপীড়ন দুই দেশের সম্পর্কে শীতল অবস্থার সৃষ্টি করে। মিশরে জুলাইয়ের পর থেকে সহিংসতা হাজারো মানুষ হতাহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এসএফআই/আরকে